দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আধার কার্ডের নামসহ নথি পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়মনীতি রয়েছে। আধার কার্ডের নাম বদলের ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হয়। তাহলেই খুব সহজে আধারে বদলানো যায় নিজের নাম। এর জন্য আবেদনকারীকে আধার সেন্টারে যেতে হয়। তার আগে সরকারি নথিতে নাম বদলে ফেলা জরুরি। সেই নাম বদলের সার্টিফিকেট নিয়ে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে।
আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আবেদনকারীকে যাবতীয় নথি জমা করতে হবে। নাম বদল ও বিয়ের শংসাপত্র দিতে হবে তাঁকে। এছাড়াও আধার কার্ড (কোনও ফোটো কপি নয়) ও অন্যান্য পরিচয়পত্র যেমন প্যান বা ভোটার কার্ড লাগবে। সেখানে নাম বদলের আবেদনের একটি ফর্মপূরণ করতে হবে। ফর্মটির সঙ্গেই ওই সমস্ত নথি জমা দিতে হবে তাঁকে।
আবেদনপত্র জমা হয়ে গেলে বায়োমেট্রিক ভেরিফিকেশন করবেন আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মীরা। আবেদনকারীর ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মণির ছবি তোলা হবে। এতোদিন পর্যন্ত যে আধার কার্ড ছিল, তার সঙ্গে ওই বায়োমেট্রিক তথ্য় মিলতে হবে।
সমস্ত ভেরিফিকেশন হয়ে গেলে আবেদনকারীকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারের নথি দেওয়া হবে। সেখানে আপডেট রিকোয়েস্ট নম্বর বা ইউআরএন থাকবে। এই স্লিপটিকে যত্ন করে রেখে দিতে হবে। এর মাধ্যমে নাম বদলের আবেদনটি কী অবস্থায় রয়েছে, প্রার্থী তা জানতে পারবেন।
উল্লেখ্য, নাম বদলের এই প্রক্রিয়াটি মোটেই বিনামূল্যে নয়। এর জন্য আবেদনকারীকে দিতে হবে 50 টাকা। নতুন আধার কার্ড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তিনি।