Business

8 months ago

Gold and Silver price of Thursday: বৃহস্পতিবারে কমলো সোনা-রুপোর দাম

Gold and silver prices fell on Thursday
Gold and silver prices fell on Thursday

 

কলকাতা, ৯ মে: অক্ষয় তৃতীয়ার আগে কিছুটা সস্তা হলো সোনা-রুপো। বৃহস্পতিবার একসঙ্গেই কিছুটা কমলো সোনা ও রুপোর দর।
জানা গেছে, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৬৬২৪ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ২৪০ টাকা। বুধবারের তুলনায় ১০ টাকা কমেছে দাম। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৭২২৬ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭২ হাজার ২৬০ টাকা, বুধবারের তুলনায় ১০ টাকা কম। ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে বৃহস্পতিবার। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪১৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৫৪ হাজার ১৯০ টাকা। এক্ষেত্রেও বুধবারের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে বৃহস্পতিবার। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম ৮৪ হাজার ৯০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

You might also like!