Business

8 months ago

Glen Industries: রাজ্যে 500 কোটির বিনিয়োগ নিয়ে হাজির গ্লেন ইন্ডাস্ট্রিজ়!

Glenn Industries appeared with an investment of 500 crores in the state!
Glenn Industries appeared with an investment of 500 crores in the state!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে তাদের দ্বিতীয় কারখানা তৈরির কাজ শুরু করল জৈব ও পচনশীল পণ্য প্রস্তুতকারী সংস্থা গ্লেন ইন্ডাস্ট্রিজ় প্রাইভেট লিমিটেড। পূর্ব বর্ধমানের জউগ্রামে এই কারখানার সম্প্রসারণে আগামী 4-5 বছরের মধ্যে 500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। কর্মসংস্থান হবে 3 হাজার ব্যক্তির। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ললিত আগরওয়াল।

এই কারখানার জন্য 4 একর জমি অধিগ্রহণ করেছে গ্লেন ইন্ডাস্ট্রিজ়। পরিবেশ বান্ধব প্যাকেজিং সলিউশনের বর্ধিত চাহিদা মেটাতে দ্বিতীয় কারখানা তৈরি করা হচ্ছে। ভারতের প্রথম সারির পেপার স্ট্র নির্মাতা সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো গ্লেন ইন্ডাস্ট্রিজ়।

প্রকল্প সম্পর্কে ললিত বলেন, ‘পশ্চিমবঙ্গে প্লাস্টিক পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং আমরা তা পূরণের লক্ষ্যে কাজ করছি। আমাদের এই বিনিয়োগ শুধুমাত্র ধারাবাহিক উন্নয়নের ইঙ্গিত বহন করে না, রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতির প্রতি আমাদের দায়বদ্ধতাও প্রকাশ করে।’

প্রকল্প রূপায়ণে প্রথম দফায় 100 কোটি টাকা এবং পরের দুই দফায় 200 কোটি টাকা করে বিনিয়োগ করা হবে বলে তিনি জানান। প্রথম দফার শেষে কারখানায় 1,00-1,200 প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। কারখানা পুরোদস্তুর চালু হয়ে গেলে কারখানায় কর্মী সংখ্যা 3 হাজারে দাঁড়াবে বলেই তাঁর দাবি।

কারখানার প্রথম দফার কাজ চলতি বছরের ডিসেম্বর বা খুব বেশি হলে 2025 সালের মার্চে শেষ হয়ে যাবে। দ্বিতীয় দফার কাজ 2027 সালের মার্চে শেষ হয়ে যাবে। পুরো প্রকল্প 2029 সালের মার্চের মধ্যে শেষ করবে গ্লেন ইন্ডাস্ট্রিজ়। কারখানার উৎপাদন ক্ষমতা দৈনিক 100-125 টন হবে বলে ললিত জানিয়েছেন।

নতুন কারখানায় থার্মোফর্মড ফুট কন্টেনার, ইঞ্জেকশন মোল্ডেড ফুড কন্টেনার এবং কাগজের কাপ তৈরি করা হবে। এই কারখানায় তৈরি পণ্য মূলত বিদেশে রপ্তানি করবে গ্লেন ইন্ডাস্ট্রিজ়। বর্তমানে ধূলাগড়ের পলি পার্কে তাদের কারখানা থেকে গোটা দেশের শীর্ষ এফএমসিজি সংস্থাগুলিতে তাদের তৈরি পণ্য সরবরাহ করে গ্লেন ইন্ডাস্ট্রিজ়।

অত্যাধুনিক যন্ত্রাংশের ব্যবহার করায় ইউএসএ, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক বাজারে চিন এবং মালয়েশিয়ার সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় সমানে সমানে টক্কর দেয় সংস্থাটি।

You might also like!