দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রিসমাসে উড়ান যাত্রীদের মেগা উপহার দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। পুরনো বিমান বাতিল করে এবার এয়ারবাসের প্লেনে তাঁদের গন্তব্যে নিয়ে যাবে টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এই সংস্থা। শনিবার ফরাসি সংস্থার তৈরি প্রথম ব্যাচের 6টি বিমান হাতে পাচ্ছে এয়ার ইন্ডিয়া। প্রথম দিকে ছোট রুটে চালানো হবে এই উড়ান। পরে তা দীর্ঘ যাত্রাপথে ব্যবহার করবে বেসরকারি উড়ান সংস্থা।
ফরাসি সংস্থা এয়ারবাসের তৈরি ওয়াইড বডি A350-900 মডেলের বিমান এবার হাতে পেতে চলেছে এয়ার ইন্ডিয়া। শনিবার এই উড়ানের দিল্লির রানওয়ে ছোঁয়ার কথা রয়েছে। নতুন অতিথিকে স্বাগত জানাতে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে টাটা গোষ্ঠীর বিমান পরিষেবা সংস্থা। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার ফ্লিটে যুক্ত হবে এই মডেলের মোট 6টি উড়ান। যা প্রথম পর্যায়ে স্বল্প দূরত্বে চালানো হবে বলে জানিয়েছে বেসরকারি উড়ান সংস্থা।
এদিন ওয়াইড বডি এয়ারবাস A350-900 বিমানের দিল্লিতে নামার খবর সংবাদমাধ্যমকে জানান এয়ার ইন্ডিয়ার প্রধান ক্যাম্পবেল উইলসন। তাঁর কথায়, 'নতুন বিমান দেখার জন্য মুখিয়ে আছি। আমরা খুবই উত্তেজিত।' শুধু তাই নয়, এদেশে প্রথমবার যাত্রী পরিবহণে এই মডেলের বিমানগুলি ব্যবহার হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এয়ারবাসের A350 দিল্লিতে নামার পর পরই পরিষেবা শুরু করা যাবে এমনটা নয়। 'আমাদের কতগুলি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে নতুন কেনা বিমানের শুল্ক মেটানো ও উড়ানের নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিরেক্টর জেনারল অফ সিভিল অ্যাভিয়েশন বা DGCA-র অনুমতি। যা খুব দ্রুত আমরা হাতে পেয়ে যাব বলে আশা রাখছি।' সংবাদমাধ্যমকে জানিয়েছেন উইলসন।
এয়ারবাস A350 মতো বড় মডেলের বিমানকে কেন ছোট দূরত্বে চালাবে টাটা গোষ্ঠী? উড়ান সংস্থার তরফে তার জবাব মিলেছে। এয়ার ইন্ডিয়া প্রধান উইলসন জানিয়েছেন, 'আমাদের পাইলটদের এই বিমানের সঙ্গে একাত্ম হওয়ার প্রয়োজন রয়েছে। এর জন্য তাঁদের সময় দিতে হবে। তাই প্রথমে ছোট দূরত্বে এই বিমানগুলিকে চালানো হবে। পরে ধীরে ধীরে বাড়বে দূরত্ব।' দূরপাল্লার বিদেশযাত্রাকে মাথায় রেখে যে এই বিমানগুলিকে কেনা হয়েছে তা একরকম স্পষ্ট করে দিয়েছেন তিনি।