Business

6 months ago

Stock Market rise on wednesday: এনডিএ-তেই চন্দ্রবাবু, শুনে কিছুটা চাঙ্গা শেয়ার বাজার

Chandrababu in the NDA, the stock market is a bit stronger after hearing
Chandrababu in the NDA, the stock market is a bit stronger after hearing

 

মুম্বই, ৫ জুন: বুধবার কিছুটা চাঙ্গা হলো শেয়ার বাজার। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির পারফরম্যান্সের প্রভাব মুম্বইয়ের শেয়ারবাজারেও দেখা গিয়েছিল। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৃতীয়বার মোদী সরকারের মেয়াদকাল নিয়ে আশঙ্কা তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। ফলে অনেক শেয়ারের মূল্য পড়ে যায় মঙ্গলবার। বিপুল ধস নামে বাজারে।

বুধবার সকাল থেকে বাজারের খুব বেশি পরিবর্তন না হলেও চন্দ্রবাবু নাইডু এনডিএ-তে থাকবেন এমন খবরে পরের দিকে শেয়ারবাজারের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ফলে সেনসেক্স, নিফটি সবুজ চিহ্ন ছোঁয় এদিন। ভরসা ফিরে পায় লগ্নিকারীরা।

You might also like!