দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিশ্চিত রিটার্ন পেতে ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের উপরেই ভরসা করেন আম জনতার একটি বড় অংশ। পোস্ট অফিসে এই দুই স্কিমের ক্ষেত্রে সুদের হারে রয়েছে তারতম্য। RD-তে বছরে মাত্র 6.9 শতাংশ সুদ পান গ্রাহক। সেক্ষেত্রে FD-তে 7.5 শতাংশ পর্যন্ত সুদ পাওয়ার সুবিধা রয়েছে। কোন স্কিমে বিনিয়োগ কতটা লাভজনক, এই প্রতিবেদনে রইল হদিশ।
শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। সেখানে লগ্নি করলে বিপুল লাভের যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি আবার ক্ষতির মুখও দেখতে হতে পারে। ফলে আম জনতার একটা বড় অংশ এখনও ফিক্সড ডিপোজিট বা FD ও রেকারিং ডিপোজিট বা RD-র মতো স্কিম বিনিয়োগ করতে ভালোবাসেন। এই দুই স্কিমে মেলে নিশ্চিত রিটার্ন।
বর্তমানে ব্যাঙ্ক ও পোস্ট অফিস – দু’জায়গাতেই FD ও RD-তে লগ্নি করা হয়। কিন্তু জানলে অবাক হবেন, ব্যাঙ্কের চেয়ে পোস্ট অফিসে এই দুই স্কিমে সুদের হার অনেকটাই বেশি। সেই কারণেই পোস্ট অফিসে FD ও RD বিনিয়োগ বেশি লাভজনক।
রেকারিং ডিপোজিট বা RD-র ক্ষেত্রে পোস্ট অফিসে বছরে 6.7 শতাংশ সুদ মেলে। এই স্কিমে 5 বছরের জন্য বিনিয়োগ করতে হয়। বিশেষজ্ঞদের মতে, যাঁরা একবারে অনেক টাকা লগ্নি করতে পারেন না, তাঁদের কাছে এই স্কিম আদর্শ।
উল্লেখ্য, রেকারিং প্রকল্পে প্রতি মাসে গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুদ সমেত পুরো টাকা ফেরত পান তিনি।
তবে যাঁরা একবারে একটি ভালো অঙ্কের টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক, তাঁদের ফিক্সড ডিপোজিটে লগ্নির পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এতে এক বছরের লগ্নিতে 5 বছরের RD-র তুলনায় বেশি টাকা সুদ পাওয়া যেতে পারে।
উদাহরণ হিসেবে পোস্ট অফিসে এক লাখ টাকা লগ্নির কথা বলা যেতে পারে। যদি কোনও গ্রাহক এই অঙ্কের টাকা এক বছরের জন্য ফিক্সড করেন, তা হলে 6.9 শতাংশ সুদ পাবেন তিনি। সেক্ষেত্রে বছর শেষে সুদ বাবদ হাতে আসবে 7,081 টাকা। অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 1 লাখ 7 হাজার 81 টাকা পাবেন গ্রাহক।
পোস্ট অফিসে তিন বছরের FD-তে আরও বেশি টাকা সুদ পাবেন গ্রাহক। তিন বছরের বিনিয়োগে সুদের হার বেড়ে দাঁড়াবে 7.1 শতাংশ। সেক্ষেত্রে লাখ টাকা রাখলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 23,508 টাকা সুদ হিসেবে হাতে পাবেন গ্রাহক।
এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ সবচেয়ে লাভজনক। কারণ, ওই সময়সীমার মধ্যে 7.5 শতাংশ হারে সুদ দেবে পোস্ট অফিস। ফলে এক লাখ টাকা রাখলে পাঁচ বছর শেষে তা প্রায় দেড় লাখ টাকার কাছে গিয়ে পৌঁছবে।