Business

6 months ago

Bitcoin : বিটকয়েনের দামে রেকর্ড বৃদ্ধি, দুই বছরের মধ্যে সর্বোচ্চ ! কত বাড়ল দাম জানেন ?

Bitcoin
Bitcoin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিটকয়েনের দামে রেকর্ড বৃদ্ধি । এই প্রথম ৭০ হাজার ডলারের মাইলফলক পেরলো বিটকয়েনের দাম । উল্লেখ্য, এবছরের শুরু থেকেই বাড়ছে বিটকয়েনের দাম । জানা গিয়েছে, বছরের শুরু থেকে প্রায় ৭০ শতাংশ এর দর বৃদ্ধি পেয়েছে ।

কত বৃদ্ধি পেল বিটকয়েনের দাম ?

সোমবার প্রায় ৫ শতাংশ বিটকয়েনের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২ হাজার ৮৮০ ডলার । যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ । ক্রিপ্টো মার্কেট সূত্রে খবর, অন্যান্য ক্রিপ্টো যেমন ইথার, সোলানা এবং অ্যাভাল্যাঞ্চের লাভ হয়েছে অনেকটাই ।

কী কারণে বাড়ছে দাম ?

ক্রিপ্টো মার্কেট বলছে, বিটকয়েনের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা । যার ফলে দাম বাড়ছে । একইসঙ্গে বিশ্বব্যাপী সুদের হার হ্রাস পাওয়ার প্রত্যাশার কারণে বিনিয়োগ বেড়েছে । বিগত কয়েক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলিতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে। এই খবরটি প্রকাশ্যে আসার পরেও বিটকয়েনে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ।


You might also like!