Business

1 year ago

TCS Dress Code: টিসিএস কর্মীদের পোশাক নিয়ে বড়সড় সিদ্ধান্ত!

Big decision on TCS staff clothing!
Big decision on TCS staff clothing!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কর্মীদের জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। কর্মীদের জন্য পোশাক পরিকল্পনা করছে এই সংস্থা।   একটি মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই মেইলে সোমবার থেকে শুক্রবার অফিসে আসার জন্য নির্ধারিত ড্রেস কোড ফলোও করতে বলা হয়েছে। 

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, টিসিএস-এর চিফ হিউম্যান রিসোর্স বা এইচআর মিলিন্দ লাক্কাদ সম্প্রতি কর্মচারীদের একটি মেল পাঠিয়ে জানিয়েছেন যে, ওয়ার্ক ফ্রম অফিস করার ক্ষেত্রে ড্রেস কোড পলিসি মেনে চলতে হবে। মেইলে লেখা হয়েছে, 'বিশ্বজুড়ে কোম্পানির স্টেকহোল্ডারদের ওপর ভালো প্রভাব ফেলতে এই ড্রেস কোড তৈরি করা হয়েছে। এতে কর্মচারীদের মধ্যে অফিসের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধও গড়ে উঠবে। গত 2 বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম চালানোর পরে বিপুল সংখ্যক কর্মচারী অফিসে যোগ দিয়েছেন। এই ড্রেস কোড পলিসি TCS -এর মান বজায় রাখতে খুবই সহায়ক হবে বলেও মনে করা হচ্ছে।

You might also like!