মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন (এমএমআর) পুণে, বেঙ্গালুরু ও হায়দরাবাদে ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। তবে বিক্রি কমেছে কলকাতা, দিল্লি-এনসিআর ও চেন্নাইতে। গত বছর জানুয়ারি-মার্চে কলকাতায় 6,185 টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। অ্যানারক জানিয়েছে, এবছর জানুয়ারি-মার্চে সংখ্যার নিরিখে কলকাতায় ফ্ল্যাটের বিক্রি 9 শতাংশ কমে হয়েছে 5,650।
বুধবার ভারতের সাতটি মুখ্য শহরে নতুন ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ করেছে অ্যানারক। ওই তথ্য অনুযায়ী, ওই সাত শহরে জানুয়ারি-মার্চে ফ্ল্যাটের বিক্রি 14 শতাংশ বেড়ে হয়েছে 1,30,170। গত বছর জানুয়ারি-মার্চ সময়কালে এই সাত শহরে মোট 1,13,755 টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল।
অ্যানারক চেয়ারম্যান অনুজ পুরী বলেন, 'গত দশকের মধ্যে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সবথেকে বেশি ফ্ল্যাটের বিক্রি হয়েছে। দেড় কোটি টাকা বা তার বেশি দামের ফ্ল্যাটের চাহিদা উল্লেখজনক বেড়েছে।' মুম্বই মেট্রোপলিটান রিজিয়নে ফ্ল্যাটের বিক্রি 24 শতাংশ বেড়ে হয়েছে 42,920।
গত বছর জানুয়ারি-মার্চে 34,690 টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। পুণেতে জানুয়ারি-মার্চে 22,990 টি ফ্ল্যাট বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়কালের তুলনায় 15 শতাংশ বেশি। হায়দরাবাদে বিক্রি 38 শতাংশ বেড়ে হয়েছে 19,660 টি ইউনিট। বেঙ্গালুরুতেও বিক্রি 14 শতাংশ বেড়েছে। তবে দিল্লি-এনসিআর ও চেন্নাইতে বিক্রি যথাক্রমে 9 ও 6 শতাংশ কমেছে।
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের সাত মুখ্য শহরে ফ্ল্যাটের দাম গত বছরের জানুয়ারি-মার্চের তুলনায় 10-32 শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞমহলের মতে, শক্তিশালী চাহিদা থাকার জন্যই ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। বিশেষ করে প্রিমিয়াম ও আল্ট্রা-লাক্সারি ফ্ল্যাটের চাহিদা বেশি বেড়েছে।