দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের রণবাদ্য বাজার পাশাপাশি কেন্দ্রের তরফের সুদিশা দেখতে পারে সাধারণ মানুষ। নির্বাচনের আবহে সাধারণ মানুষের একাধিক দাবি মেটাতে পারে কেন্দ্র। আর সেই সব দাবি থেকে বাদ যাবে না সিলিন্ডারের দামও। এমনটাই মনে করছে সাধারণ মানুষ।
নতুন বছর 2024 এর জানুয়ারি মাসেই কম হতে পারে গ্যাস সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের নতুন দাম সামনে আসবে 1 জানুয়ারি। ওই দিনই গ্য়াসের দাম কমানোর সম্ভাবনা রয়েছে।
নির্বাচনী বছরকে বিশেষ ভাবেই গণ্য করা হয়। এর আগে শেষ লোকসভা নির্বাচন হয়েছিল 2019 সালে। তখন পেট্রোলিয়াম সংস্থাগুলি গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের নিউ ইয়ার গিফট হিসাবে সিলিন্ডারের দাম কমিয়েছিল। 2019 সালের জানুয়ারিতে 14 কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 120.50 টাকা কমানো হয়েছিল। ফলে এবারও সেই আশায় বুক বাঁধছেন সাধারণ LPG গ্রাহকেরা।
2014 সালের মে মাসে মোদী সরকার ক্ষমতায় আসে। 2015 সালের শুরুতে সিলিন্ডারের দাম 770.50 টাকা থেকে 708.50 টাকায় নেমে আসে। এর পরে, 1 জানুয়ারি, 2016-এ দ্বিতীয় বছরে, ডিসেম্বর 2015 এর তুলনায় সিলিন্ডারের দাম আবার 49.50 টাকা বেড়ে গিয়েছিল।