দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০ বছর আগে শুরু হয়েছিল পথচলা। এখনও অক্ষত সেই যাত্রা। যারা কোনও দিন গেমপ্যাড হাতে নেননি, তারাও জানেন কল অফ ডিউটির নাম। গেমিং দুনিয়ায় আলাদা ব্র্যান্ড CoD।
পাবলিশার্স অ্যাকটিভিশন ব্লিজার্ড এই দুনিয়ায় রাজার রাজা। গত মাসে মাইক্রোসফট এই সর্বাধিক জনপ্রিয় গেমিং ব্র্যান্ডকে নিজেদের হাতের মুঠোয় আনল, তখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ২০ বছর অত্যাধুনিক প্রযুক্তির করাল গ্রাসে টিকে থাকবে তো কল অফ ডিউটি! সংস্থার নাম যখন মাইক্রোসফট, অসুবিধা হওয়ার কথা নয়। ৬৭০০ কোটির চুক্তিতে কল অফ ডিউটির নতুন মালিক মাইক্রোসফট।
পেন্টিয়াম যুগ থেকে এক্স বক্স প্লে স্টেশন হয়ে মোবাইল ভার্সন। সব কিছুই গত ২০ বছরে সমান দক্ষতায় সামলেছে কল অফ ডিউটি। নতুন মোবাইল ভার্সনের নাম ওয়ারজোন। মডার্ন ওয়ারফেয়ারের প্রিকোয়েল ও নতুন গেম স্টোরির ভাবনা আছে বলে জানিয়েছে সংস্থা। থাকবে একাধিক পরিবর্তনও। মাইক্রোসফটের কল অফ ডিউটি কি ২০ বছরের এই থিম ধরে রাখবে, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। মোবাইল, ডেস্কটপ বা প্লে স্টেশনে পুরনো গেমকে কীভাবে নয়া মোড়কে নিয়ে আসবে মাইক্রোসফট, সেদিকেই নজর গেমপ্রেমীদের।