Horoscope

1 month ago

Bindi: সৌভাগ্যের দরজা খুলতে পারে কপালের টিপ! কোন রাশির মহিলার জন্য কোন টিপ? জানুন

Bindi (File Picture)
Bindi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় মহিলাদের সাজগোজে বিশেষ মাত্রা এনে দেয় দুই ভুরুর মাঝখানে একটা টিপ। শাড়ি বা সালওয়ার কুর্তার সঙ্গে টিপ যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে। মহিলাদের মুখের কোমলতা ও শ্রী বৃদ্ধি করে টিপ। কেউ ছোট টিপ পরতে ভালোবাসেন, কারোর পছন্দ বড় টিপ। কেউ লম্বাটে টিপ পরেন, আবার কারোর স্টোন বসানো ডিজাইনার টিপ পছন্দ। কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্রেও টিপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শাস্ত্র অনুসারে কপালের যে অংশে আমরা টিপ পরে থাকি, সেই তৃতীয় চক্ষুর স্থান। তাই টিপের সঙ্গে সৌভাগ্য জড়িয়ে থাকে। তবে সব টিপ সবার জন্য উপযুক্ত নয়। রাশি অনুযায়ী টিপ বদলে যায়। জেনে নিন মেষ থেকে মীন পর্যন্ত বিভিন্ন মহিলাদের জন্য সঠিক টিপ কোনটি।

মেষ ও বৃষ রাশি​

মেষ রাশির মহিলারা সৌন্দর্য ও শিল্পের পূজারী। এঁরা নানারকম টিপ পরতে ভালোবাসেন। নিজেদের পোশাকের সঙ্গে রং মিলিয়ে টিপ পরা সবথেকে পছন্দ মেষ রাশির মহিলাদের।

বৃষ রাশির মহিলারা খুব একটা বেশি সাজগোজ পছন্দ করেন না। এরা সিম্পল থাকতে বেশি ভালোবাসেন এবং সাধারণত ট্রেন্ডিং ফ্যাশন থেকে দূরেই থাকেন। ছোট ছোট নানা রঙের টিপ পরে সাজতে ভালোবাসেন এরা, যা খুব বেশি স্টাইলিশ নয়, আবার বেশি ট্র্যাডিশনালও নয়।

মিথুন ও কর্কট রাশি​

মিথুন রাশির মহিলারা একটু লাজুক প্রকৃতির। তার সঙ্গে এঁরা কঠোর পরিশ্রমী। এঁরা তরল কুমকুম দিয়ে কপালে টিপ আঁকতে ভালোবাসেন। দুটো তিনটে ফোঁটা কেটে নিজের পছন্দমতো টিপের ডিজাইন আঁকেন এঁরা।

কর্কট রাশির মহিলারা আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ। এঁরা একটু বড় টিপ পরতেই বেশি পছন্দ করেন। লাল ও মেরুন রঙের টিপ এঁদের সবচেয়ে পছন্দের।

​সিংহ ও কন্যা রাশি​

সিংহ রাশির মহিলারা বেশি ছোট নয়, আবার বেশি বড় নয়, এমন টিপ কপালে পরতে পছন্দ করেন। এঁদের প্রিয় রং লাল। তাই টিপের ক্ষেত্রেও এঁরা লাল রং আগে বেছে নেন।

একটু আত্মবিশ্বাসের অভাব থাকে কন্যা রাশির মহিলাদের। তবে নিজেদের আত্মবিশ্বাসের অভাব এঁরা প্রকাশ হতে দেন না। এঁদের চওড়া কপালে বড় গোল টিপ দারুণ লাগে। ডিম্বাকৃতি টিপ পরতেও পছন্দ করেন কন্যা রাশির মহিলারা।

তুলা ও বৃশ্চিক রাশি​

তুলা রাশির মহিলারা সব সময় পজিটিভ চিন্তাভাবনা করেন। সব কাজ ভেবেচিন্তে করে থাকেন এঁরা। ছোট কালো রঙের টিপ সবচেয়ে পছন্দ তুলার জাতক মহিলাদের। এঁরা স্টাইলিশ জামাকাপড় পরেন এবং সেই হিসেবেই টিপ বেছে নেন।

খোলা মনের মানুষ হন বৃশ্চিক রাশির মহিলারা। এঁরা সবকিছু নিয়ে গবেষণা করতে পছন্দ করেন। নতুন নতুন ডিজাইনের টিপ পরে সাজতে এঁরা পছন্দ করেন।

ধনু ও মকর রাশি

ধনু রাশির মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী ও আদর্শবাদী। কপালে ছোট টিপ পরাই এঁদের সবচেয়ে পছন্দ। লাল এবং সোনালী রঙের টিপ পরতে ভালোবাসেন এঁরা।

মকর রাশির মহিলারা অত্যন্ত পরিশ্রমী হন। নিজেদের সাজগোজের দিকে এঁদের খুব একটা নজর থাকে না। টিপ এঁরা সাধারণত পরেন না, যদি পরেন তো খুবই ছোট সাইজের টিপ পরেন।

কুম্ভ ও মীন রাশি​

কুম্ভ রাশির মহিলারা বেশ বন্ধুত্বপূর্ণ স্বভাবের মানুষ। এঁরা সবকিছু আগে থেকে পরিকল্পনা করে তবেই কোনও কাজে হাত দেন। এঁরা কালো, নীল বা মাল্টিকালার টিপ পরতে পছন্দ করেন।

মীন রাশির মহিলারা ঘন ঘন নিজেদের মত পরিবর্তন করেন। সেই কারণে কখনও এঁদের ছোট টিপ পছন্দ, তো কখনও বড় টিপ। আবার কখনও এঁরা ডিজাইনার টিপ পরেন আবার কখনও বেছে নিন সিম্পল ডিজাইনের টিপ।


You might also like!