Horoscope

1 year ago

Today's Horoscope : আজকের দিন ২রা জুন কী রয়েছে আপনার ভাগ্যে জেনে নিন বিস্তারে

Horoscope (Symbolic Picture)
Horoscope (Symbolic Picture)

 

মেষ রাশিঃ পারিবারিক জীবনে কিছু সমস‌্যা থাকবে। হঠাৎ কোনও দুঃসংবাদে বিষণ্ণ হয়ে পড়তে পারেন। এই সময় মানসিক দিক থেকে শক্ত থাকার চেষ্টা করুন। স্ত্রীর কর্মক্ষেত্রে পদোন্নতি। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। 


বৃষ রাশিঃ আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে  আরও এগিয়ে নিয়ে যাবে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। 


মিথুন রাশিঃ ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানকে বন্ধুবান্ধব কুপথে চালিত করতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে চাকরিস্থান থেকে ভাল খবর আশা করতে পারেন।  


কর্কট রাশিঃ ব‌্যবসা বৃদ্ধির জন‌্য অল্পবিস্তর বিনিয়োগ করতে পারেন। প্রতিবেশীর বাধায় গৃহ সংস্কার আটকে যেতে পারে। এই সময় মাথা গরম না করে বিশিষ্টজনদের নিয়ে আলোচনার মাধ‌্যমে সমস‌্যা মেটানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষে মানসিক চাপ থেকে মুক্তি।  


সিংহ রাশিঃ এই সময় কর্মপরিবর্তনের সুযোগ আসবে। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। কোনও মূল‌্যবান সামগ্রী কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। সন্তানদের অন‌্যায় আবদার কখনওই মেনে নেবেন না।  


কন্যা রাশিঃ বহুদিন ধরে চলা সমস‌্যার সমাধান এই সময় লক্ষ্য করা যায়। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু জটিলতা থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। সম্পত্তি কেনাবেচার জন‌্য সময়টি শুভ। পিতামাতা কারও একজনের শরীর খারাপের জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে। 


তুলা রাশিঃ গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। বাড়তি টাকা খরচের ব‌্যাপারে স্ত্রীর সঙ্গে অশান্তি। সন্তানের বিদেশযাত্রার সুযোগ আসবে। ব‌্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অবশ‌্যই নেবেন।  


বৃশ্চিক রাশিঃ কর্মক্ষেত্রে আপনার অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব চললেও বন্ধুবান্ধবের সহায়তায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন। হঠাৎ কোনও দুর্ঘটনার কবলে বিচলিত হয়ে পড়তে পারেন।  


ধনু রাশিঃ বহুদিন ধরে চলা পারিবারিক সমস‌্যার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের চোটাঘাতের জন‌্য মাঠের বাইরে থাকতে হতে পারে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। 


মকর রাশিঃব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। অতিরিক্ত ঋণ নিয়ে ব‌্যবসা বাড়ানোর চেষ্টা করবেন না। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের কর্মক্ষেত্রে পদোন্নতি হলে দূরে বদলির যোগ লক্ষ‌্য করা যায়। 


কুম্ভ রাশিঃনিকট আত্মীয়ের সহায়তায় দাম্পত‌্য কলহের অবসান। পারিবারিক ব‌্যবসায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না। এই সময় ঋণের বোঝা কমানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল‌্য। পাড়া-প্রতিবেশীদের সহায়তায় পুরনো সম্পত্তি রক্ষা করার চেষ্টা করুন। 


মীন রাশিঃ কর্মক্ষেত্রে জাতকের বুদ্ধি ও সাহসিকতার ফলে পদোন্নতি। এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ‌্য নিয়ে কোনও দুশ্চিন্তার কারণ নেই। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বাধা। বন্ধুবান্ধবের সঙ্গে আমোদ-প্রমোদে খরচ করার জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে।

You might also like!