Game

3 months ago

French Open 2025: শিয়াওতেকের রাজত্ব থামিয়ে ফাইনালে সাবালেঙ্কা

Aryna Sabalenka
Aryna Sabalenka

 

প্যারিস, ৬ জুন : বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে মহিলা এককের প্রথম সেমি-ফাইনালে বৃহস্পতিবার ৭-৬ (৭-১), ৪-৬, ৬-০ গেমে জেতেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা, ইগা শিয়াওতেককে হারিয়ে। ফরাসি ওপেনের গত তিনবারের চ্যাম্পিয়নকে হারিয়ে প্রথমবারের মতো এখানে ফাইনালে উঠলেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। ১৯৬৮ সালের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা চারবার ফরাসি ওপেন জয়ের অভিযানে নেমে শেষ চারে থেমে গেল ২৪ বছর বয়সী শিয়াওতেকের যাত্রা। টানা তিনটিসহ গত পাঁচ বছরের মধ্যে চারবারই এখানে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই পোলিশ তারকা। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। তিনবারের মেজর জয়ী সাবালেঙ্কা প্যারিসে প্রথম শিরোপার লক্ষ্যে খেলবেন দ্বিতীয় বাছাই কোকো গাউফ অথবা এবারের ফরাসি ওপেনের বিস্ময় র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বর খেলোয়াড় লোয়া বয়াসোঁর বিপক্ষে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয়ী সাবালেঙ্কা এই বছরে দারুণ ছন্দে আছেন। বছরে ৬টি ফাইনাল খেলে ক্লে-কোর্টের মাদ্রিদ ওপেনসহ শিরোপা জিতেছেন ৩টিতে। এবার তার সামনে প্যারিসের লাল দুর্গে প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি।


You might also like!