Game

1 day ago

Saudi Pro League 2024-25: শেষ ম্যাচে হেরে মরসুম শেষ করল রোনাল্ডোর আল নাসর

Al Nassr’s Cristiano Ronaldo
Al Nassr’s Cristiano Ronaldo

 

রিয়াদ, ২৭ মে : সোমবার সৌদি প্রো লিগে মরসুমের শেষ ম্যাচে আল ফাতেহ'র বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। রোনাল্ডো ও সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর ২ গোল হজম করে হেরে গেছে আল নাসর। ফাতেহ'র পক্ষে মাতিয়াস ভারগাস, মৌরাদ আতনা ও মাথেউস মাচাদো গোল করেন। এই হারে ৩৪ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হলো আল নাসর। ৮৩ পয়েন্ট নিয়ে লিগ ঘরে তুলেছে আল ইত্তিহাদ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৭৫ পয়েন্ট। এদিন ম্যাচের ৪২ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় আল নাসর। এটি ছিল ক্লাব পর্যায়ে রোনাল্ডোর ৮০০তম গোল। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব পর্যায়ে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনাল্ডো। সব মিলিয়ে এই পর্তুগিজ কেরিয়ারের ৯৩৬তম গোল হল।

চলতি মরসুমে সৌদি লিগে ৩০ ম্যাচে ২৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনাল্ডো। সর্বোচ্চ পারিশ্রমিকে আল নাসরে এসে রোনাল্ডো গোলের পর গোল করেছেন কিন্তু কোনও সাফল্যই পায়নি নাসর। আগামী মরসুমে চ্যাম্পিয়নস লিগ ও আসন্ন ক্লাব বিশ্বকাপেও জায়গা হয়নি আল নাসরের। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনও কথা হয়নি এই পর্তুগিজ তারকার। আগামী ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এখন দেখার এই পর্তুগিজ মহাতারকা কি করেন।


You might also like!