Game

2 years ago

Messi-Neymar is going to break up:সম্পর্কচ্ছেদ হতে চলেছে মেসি-নেইমারের!

Messi-Neymar is going to break up
Messi-Neymar is going to break up

 

বার্সিলোনা, ১ মে  লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দু'জনেই তারকা ফুটবলার। একজন আর্জেন্টিনার, আরেকজন ব্রাজিলের। তবে ক্লাব ফুটবলে দু'জনেই আছেন পিএসজিতে। কিন্তু সেই সম্পর্ক হয়তো ছেদ হতে চলেছে। আগামী দু-মাসের মধ্যেই ভিন্ন ঠিকানায় দেখা যেতে পারে মেসি ও নেইমারকে। সবকিছু ঠিকঠাক থাকলে, এলএম টেনের বার্সেলোনায় ফেরা প্রায় নিশ্চিত। অন্যদিকে নেইমারও পিএসজিতে থাকতে খুব একটা আগ্রহী নন। তাতে দু'জন আর ক্লাব সতীর্থ থাকছেন না।

মেসিকে বার্সায় ফেরাতে এরই মধ্যে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ নিজেই। আর মালিকানা পেলে পিএসজি থেকে নেইমারকে ম্যানচেস্টার ইউনাইটেডে উড়িয়ে আনতে চান কাতারি রাজপরিবারের সদস্য শেখ জসিম।


You might also like!