Game

1 year ago

Lionel Messi Divorce: সাংবাদিকের প্রেমে পড়েছেন লিও মেসি! অ্যান্তোলিনার সঙ্গে বিচ্ছেদ আসন্ন?

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশুধু ফুটবলপ্রেমীদের কাছে নয়, গোটা দুনিয়ার কাছেই তাঁদের প্রেম, দাম্পত্য যেন এক দৃষ্টান্ত। সেই লিওনেল মেসি এবং অ্যান্তোলিনার বিয়ে ভাঙনের মুখে? শোনা যাচ্ছে মেসি নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। মন দিয়ে ফেলেছেন আর্জেন্টাইন এক সাংবাদিককে।

ফুটবলের রাজপুত্রের ব্যক্তিগত জীবনে ঝড়! এমন খবরে তোলপাড় গোটা বিশ্ব। ব্রাজিলের এক সংবাদমাধ্যম প্রথম বলে, সোফিয়া মার্টিনেজ নামের এক আর্জেন্টাইন সাংবাদিকের সঙ্গে নাকি প্রেম করছেন মেসি। তার জেরেই দূরত্ব বেড়েছে বাল্য বন্ধু এবং স্ত্রী অ্যান্তোলিনার সঙ্গে। বিবাহবিচ্ছেদের কথাবার্তাও চলছে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসির সাক্ষাৎকার নিয়েছিলেন সোফিয়া। জানিয়েছিলেন, বিশ্বকাপ জিতুক, না জিতুক, মেসি তাঁর কাছে হিরো ছিলেন, থাকবেন, মেসিই সেরা।


You might also like!