Game

1 day ago

SAFF U19 Championship: শুক্রবার সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত খেলবে মালদ্বীপের সঙ্গে

SAFF U19 Championship
SAFF U19 Championship

 

ইউপিয়া, ১৪ মে  : অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে মালদ্বীপের। মঙ্গলবার মালদ্বীপ ভূটানের সঙ্গে ২-২ ড্র করে রানার্স আপ হয়েছে আর এদিন ৪ গোলে নেপালকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বি গ্রুপে নেপাল রানার্স আপ হয়েছে । সেই হিসেবে বি গ্রুপের রানার্স আপ দল নেপাল সেমিফাইনাল খেলবে এ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে আর বি গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমি ফাইনাল খেলবে মালদ্বীপের সঙ্গে। দুটি সেমিফাইনালই হবে ১৬ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।


You might also like!