দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নিজেদের দেশে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে মরিয়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান মনে করেন , নিরাপত্তা-সহ সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে আফগানিস্তানের।
নাসিব খান বলেছেন, ‘কাবুলের কুন্দুজ প্রদেশে জাতীয় দলের প্রায় ২০ জন ক্রিকেটারকে নিয়ে স্পেগিজে ক্রিকেট লিগের আগে আমরা একটা লিস্ট ‘এ’ ইভেন্ট আয়োজন করেছি। এই দুটি ইভেন্টে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি। আমার মনে হয়, আফগানিস্তানে বিদেশি ক্রিকেটারদের আমন্ত্রণ জানাতে আর বাধা নেই।'
সেই সঙ্গে নাসিব খান বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে রশিদ খানের অংশগ্রহণকে আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি। আর এটা আফগানিস্তানের নিরাপত্তার উন্নতি ও শান্তির বার্তা দেয়।'
এ কারণেই আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি-ও। তবে এর আগে ক্রিকেট বিশ্বের সম্পূর্ণ আস্থা অর্জন করতে আফগানিস্তানকে ।