Entertainment

2 years ago

Mukut: বন্ধ হয়ে যাবে ধারাবাহিক 'মুকুট'!

Mukut
Mukut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএর মধ্যেই আরও এক সিরিয়াল বন্ধের জল্পনা। ইন্ড্রাস্ট্রির অন্দরের খবর, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'মুকুট' (Mukut)।

নারীশক্তির গল্প বলতেই চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে রয়েছেন শ্রাবণী ভুঁইঞা এবং নবাগত অভিনেতা অর্ঘ্য মিত্র।

কিন্তু গত পাঁচ মাসে একবারও টিআরপি তালিকার প্রথম দশে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। জানা যাচ্ছে, সেই কারণেই এই ধারাবাহিকটি বন্ধ করার কথা ভাবছে চ্যানেল কর্তৃপক্ষ।

যদিও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কোনও খবর অভিনেত্রীর কাছে নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, শিল্পীদের কাছে সিরিয়াল বন্ধের খবর অনেকটা দেরিতে পৌঁছায়। তাঁর কাছে এখনও এখনও এরকম কোনও খবর নেই। একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, দর্শকদের প্রতিক্রিয়া ভালই, কাজেই কেন বন্ধ হবে সিরিয়াল?

You might also like!