Entertainment

1 year ago

Paresh Rawal : গ্রেফতার নয় পরেশ রাওয়ালকে, নির্দেশ হাই কোর্টের

Paresh Rawal
Paresh Rawal

 

কলকাতা, ২ ফেব্রুয়ারি  : বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা হাই কোর্টে স্বস্তিতে অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ এখনই গ্রেফতার করা যাবে না পরেশকে।

শুনানি পর্বে বিচারপতি মান্থা বৃহস্পতিবার বলেন, ‘‘পুলিশ তদন্ত জারি রাখবে। তবে পরেশকে গ্রেফতার করতে পারবে না। জিজ্ঞাসাবাদে ভিডিও কনফারেন্সে তিনি উপস্থিত থাকতে পারবেন।’’ প্রসঙ্গত, ‘মেছো মন্তব্যের’ জেরে তালতলা থানায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দায়ের করা এফআইআরের ভিত্তিতে পরেশকে তলব করেছিল কলকাতা পুলিশ। এর বিরুদ্ধে ডিসেম্বরের গোড়ায় হাই কোর্টে মামলা করেছিলেন তিনি।

গুজরাটে বিধানসভা ভোটের আগে বিজেপির একটি প্রচারসভায় পরেশ বলেছিলেন, ‘‘মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?’’ এর পর পরেশের ওই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক।

বিপাকে পড়ে প্রাক্তন সাংসদ ক্ষমাও চান। কিন্তু তারই মধ্যেই পরেশের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ জমা পড়ে। সেই গুচ্ছ অভিযোগের একটি করেছিলেন সেলিম। সেই অভিযোগের প্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদের জন্য পরেশকে কলকাতায় তলব করেছিল পুলিশ।

You might also like!