Country

1 hour ago

Kashmir Weather Today: শীতের দাপট বাড়ছে কাশ্মীরে, কনকনে ঠান্ডা গুলমার্গ ও পহেলগামে

Chill Grips Valley, Srinagar Shivers At Minus 4.4
Chill Grips Valley, Srinagar Shivers At Minus 4.4

 

শ্রীনগর, ২৭ নভেম্বর : শীতের দাপট বাড়ছে জম্মু ও কাশ্মীরে। কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্তে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন এমনই শীতের আমেজ থাকবে, বরং আরও বাড়তে পারে।

শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের নানা প্রান্ত ছিল কুয়াশায় মোড়া। নিরন্তর তাপমাত্রার পতনে জমতে শুরু করেছে শ্রীনগরের ডাল লেক। শ্রীনগরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!