Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Bihar SIR:‘বাদ পড়া বৈধ ভোটার কোথায়?’ সুপ্রিম কোর্টের SIR নিয়ে এবার রাজনৈতিক দলগুলিকে তোপ

SIR
SIR

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বিহারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে এবার রাজনৈতিক দলগুলির দিকে সরাসরি তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসার পরও কেন বৈধ ভোটারদের শনাক্ত করতে ব্যর্থ রাজনৈতিক দলগুলি, সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

শুক্রবার SIR সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট বলল, “আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় আমরা অবাক। এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরও তারা করছে টা কী? রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে? রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা।” বিহারের ১২টি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে শীর্ষ আদালতের পরামর্শ, নিজেদের কর্মীদের নির্দেশ দিন। বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনুন।  তাঁদের ওই ১১টি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন। ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ। 

উল্লেখ্য, SIR-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেসময় বিরোধী দলগুলি অভিযোগ করে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। কিছু ভোটার নিজেদের মতো করে নাম বাদ পড়ার অভিযোগ করলেও রাজনৈতিক দলগুলির তরফে সেভাবে অভিযোগ দায়ের করা হয়নি। সেটা নিয়েই উষ্মা প্রকাশ করল শীর্ষ আদালত।

নির্বাচন কমিশন অবশ্য শুরু থেকেই বলছে, বিহারের SIR-এর পুরো প্রক্রিয়া শুদ্ধ। এতে কোনও গলদ নেই। এতে রাজনৈতিক দলগুলিও যুক্ত। রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয়। তাছাড়া রাজনৈতিক দলগুলির ত্রুটি সংশোধনের জন্যই আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয়। তালিকা নিয়ে কোনও সমস্যা থাকলে রাজনৈতিক দলগুলি সেটা লিখিত আকারে জানাচ্ছে না কেন? প্রশ্ন তুলেছিল রাজনৈতিক দলগুলি। সেই প্রশ্ন এবার তুলে দিল শীর্ষ আদালতও।

You might also like!