Country

1 year ago

Yogi Aditya Nath : গণতন্ত্রকে যারা দুর্বল করে, তারা সত্যাগ্রহ করতে পারে না, কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ আদিত্যনাথের

Yogi Adityanath-Rahul Gandhi
Yogi Adityanath-Rahul Gandhi

 

লখনউ, ২৬ মার্চ : কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ করে রবিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচিতে কটাক্ষ করে যোগী বলেন, যারা গণতন্ত্রকে দুর্বল করে তারা সত্যাগ্রহ করতে পারে না। এমনকি যারা ভাষাবাদ, আঞ্চলিকতার ভিত্তিতে দেশকে বিভক্ত করে, তারাও সত্যাগ্রহ করতে পারে না। যাদের মানুষের প্রতি সহানুভূতি নেই, নীরব প্রাণীদের কথাই বলা যায়, তাদের সত্যাগ্রহের অধিকার নেই।

কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী যোগী বলেন, গান্ধীজি তাঁর জীবনে সর্বদা সত্য এবং অহিংসাকে স্থান দিয়েছিলেন। এজন্য তাঁর অনুরোধকে সত্যাগ্রহ বলা হয়। তিনি আরও বলেন, দেশ শাসন করার সুযোগ অনেক মানুষ পেয়েছিলেন, কিন্তু যাদের মানুষের প্রতি অনুভূতি নেই, তারা কি করে সত্যাগ্রহ করবে । যে অসত্যের পথে চলে সে সত্যাগ্রহের কথা বলতে পারে না। চরম দুর্নীতিতে নিমজ্জিত মানুষ সত্যাগ্রহ করতে পারে না।

কংগ্রেস নেতাদের আচার-আচরণ নিয়ে কটাক্ষ করে যোগী বলেন, যার আচার-আচরণ, চিন্তা-চেতনা, কথা ও কাজ আলাদা, তিনি সত্যাগ্রহ করতে পারেন না। যে ব্যক্তি তার দেশের নিন্দা করে, যে ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এবং যে দেশের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা রাখে না, সে যদি সত্যাগ্রহের কথা বলে, এটা বড় পরিহাস।


You might also like!