Country

3 hours ago

Delhi Air Quality: উন্নতি নেই আবহাওয়ায়, বৃহস্পতিতেও দূষণে দুর্বিষহ অবস্থা দিল্লিতে

Air quality remains very poor in Delhi
Air quality remains very poor in Delhi

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : রাজধানী দিল্লিতে আবহাওয়ার উন্নতি হচ্ছেই না, বৃহস্পতিবারও বায়ুদূষণ ও ধোঁয়াশার কবলে জেরবার অবস্থা দিল্লিতে। বাতাসের গুণগতমান থাকল উদ্বেগজনক পর্যায়েই। তবে, আগের কিছু দিনের মতো বৃহস্পতিবার সকালেও দিল্লির বাতাস ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে।

এদিন সকালে দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির-সহ বিভিন্ন এলাকায় দূষণ পরিস্থিতি ছিল মন্দ পর্যায়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই দূষণ পরিস্থিতিতে নাজেহাল রাজধানীর বাসিন্দারা। অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯০, ধৌলা কুঁয়ায় ৩৫৬ আবার আনন্দ বিহারে বাতাসের গুণগতমানের সূচক রেকর্ড হয়েছে ৩৯০।

You might also like!