Country

6 days ago

Jyotiraditya Scindia: স্মার্টফোন এখন ক্ষমতায়নের হাতিয়ার,জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

 

নয়াদিল্লি, ৬ মে : স্মার্টফোনকে ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ক্ষমতায়নের হাতিয়ার ও তথ্যের জগতে প্রবেশদ্বার হয়ে উঠেছে। মঙ্গলবার নতুন দিল্লিতে ভারত টেলিকম ২০২৫-এর ২২-তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সিন্ধিয়া উল্লেখ করেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত ১.২ বিলিয়ন মোবাইল ব্যবহারকারীতে পৌঁছেছে। মন্ত্রী উল্লেখ করেন, ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা এক দশক আগে ৬ কোটি থেকে বেড়ে এখন ৯৫ কোটিরও বেশি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি থেকে বেড়ে ৯৭ কোটিতে পৌঁছেছে। উল্লেখ্য, ভারত টেলিকম ২০২৫ টেলিকম এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল দ্বারা আয়োজিত। দুই দিনের এই অনুষ্ঠানটি বিশ্বজুড়ে সম্ভাব্য ক্রেতাদের ভারতীয় টেলিকম সরঞ্জাম এবং সফ্টওয়্যার নির্মাতাদের পাশাপাশি আইসিটি পরিষেবা সমাধান প্রদানকারীদের সাথে ব্যবসা-থেকে-ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণের জন্য একত্রিত করেছে।

You might also like!