Country

2 months ago

Draupadi Murmu : আজ রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি মুর্মু

Draupadi Murmu

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি  : প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে বিশেষ অনুষ্ঠানে তাদের ওই পুরস্কার দেওয়া হবে। এবার সব মিলিয়ে ১১ জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের সঙ্গে আর্থিক মূল্যও দেওয়া হয়।

জানা গিয়েছে, ১১টি রাজ্য থেকে ছয় জন ছাত্র পাঁচ জন ছাত্রীকে এই পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে। ছয়টি ক্যাটেগরিতে কৃতীদের এই পুরস্কার দেওয়া হয়। কলা ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, কৃতিত্ব, সমাজসেবা ও ক্রীড়া এই ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেককে মেডেল দেওয়া হবে। তার সঙ্গে ১ লক্ষ করে টাকা দেওয়া হবে।

দিল্লির বিজ্ঞান ভবনে এজন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই পুরস্কার দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কাল বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের সঙ্গে কথা বলবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানিও সেখানে থাকবেন। প্রধানমন্ত্রী সেখানে ওই দফতরের সঙ্গে বৈঠকও করবেন বলে জানা গিয়েছে। থাকবেন দফতরের রাষ্ট্রমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই।

You might also like!