পাটনা, ১৬ অক্টোবর : বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হবে এনডিএ, এমনই দাবি করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার সকালে পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোজ তিওয়ারি বলেছেন, "এনডিএ-র প্রত্যেকেই নিজস্ব দলের প্রার্থী নির্বাচনের কাজে ব্যস্ত। আমরা আশ্বস্ত করছি এবার এনডিএ-র প্রতিটি প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করবেন এবং বিহার নতুন উড়ানের জন্য প্রস্তুত।"
আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, "যাদের নিজের ঘরেও ঐক্য নেই, যেখানে দুই ভাইয়ের মধ্যে বিরোধ রয়েছে, তাঁরা কীভাবে বিহারকে সঠিক দিশা দেখাতে পারবে? রাহুল গান্ধী, তেজস্বী যাদবকে পছন্দ করেন না, আর তেজস্বী যাদব রাহুল গান্ধীকে পছন্দ করেন না, এবং মানুষ এটা বুঝতে পেরেছে।"