Country

9 hours ago

Jammu and Kashmir weather: আগামী কিছু দিন শুষ্কই থাকবে কাশ্মীর, জম্মুতে বাড়বে অস্বস্তিকর গরম

Jammu and Kashmir Hot Weather
Jammu and Kashmir Hot Weather

 

শ্রীনগর, ২৭ এপ্রিল : আগামী কিছু দিন মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ৩০ এপ্রিল পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, জম্মুর সমতলে বাড়বে গরমের দাপট। কাশ্মীরের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে জম্মু বিভাগে। জম্মুর সমতলে তাপপ্রবাহের মতো পরস্থিতি তৈরি হবে। জম্মু ও কাশ্মীরের সর্বত্রই বাড়বে তাপমাত্রা। আগামী ১ মে পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। ২-৩ মে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। জম্মু বিভাগের বেশ কিছু স্থানে, বিশেষ করে সমতলে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


You might also like!