Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Country

4 hours ago

Jaishankar China Singapore 2025 :সিঙ্গাপুর পৌঁছলেন জয়শঙ্কর, বিদেশমন্ত্রী যাবেন চিনেও

Jaishankar China Singapore 2025 ,
Jaishankar China Singapore 2025 ,

 

নয়াদিল্লি, ১৩ জুলাই : সিঙ্গাপুর পৌঁছলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর রবিবার থেকে ১৫ জুলাই পর্যন্ত সিঙ্গাপুর ও চিনে সফর করবেন। সিঙ্গাপুরে ডঃ জয়শঙ্কর দুই দেশের মধ্যে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে নিজের প্রতিপক্ষ এবং সিঙ্গাপুরের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। রবিবার সিঙ্গাপুরে পৌঁছনোর পর এক্স বার্তায় তিনি জানিয়েছেন, "সিঙ্গাপুর আমাদের অ্যাক্ট ইস্ট নীতির কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সেখানে মতামত বিনিময়ের জন্য সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ। এদিন সকালে সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণের সঙ্গে দেখা করে দারুণ লাগলো।"

সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণের জন্য চিন সফর করবেন। বৈঠকের পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। গত পাঁচ বছরে এই প্রথম বার চিন সফরে যাচ্ছেন জয়শঙ্কর। অর্থাৎ, ২০২০ সালে লাদাখে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এটিই প্রথম চিন সফর ভারতের বিদেশমন্ত্রীর। আগামী ১৫ জুলাই চিনের তিয়ানজিনে আন্তর্জাতিক জোট ‘শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের সম্মেলন রয়েছে। মূলত ওই সম্মেলনের জন্যই জয়শঙ্করের চিন সফর। তবে এই সফরে দ্বিপাক্ষিক কর্মসূচিও রয়েছে বিদেশমন্ত্রীর।

You might also like!