Country

2 hours ago

PM Modi Ayodhya Ram Temple Flag Hoisting: অযোধ্যায় বিপুল ভক্তের সমাগম, সেজে উঠেছে রাম মন্দির

Ayodhya Dharma Dhawaj
Ayodhya Dharma Dhawaj

 

অযোধ্যা, ২৫ নভেম্বর : পবিত্র রাম জন্মভূমি মন্দিরের শিখরে গেরুয়া ধ্বজা উত্তোলন উপলক্ষ্যে অযোধ্যায় বিপুল ভক্তের সমাগম হয়েছে। দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন ধ্বজারোহণ প্রত্যক্ষ করতে। সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির। ধ্বজারোহণের জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিবাহ পঞ্চমীতে অযোধ্যার একটি মন্দিরে মঙ্গলবার সকালে ভগবান রাম এবং মাতা সীতার উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। শ্রী রাম জন্মভূমি মন্দিরে পতাকা উত্তোলনের আগে হনুমানগড়ি মন্দিরে প্রচুর সংখ্যক পুণ্যার্থী ভগবান হনুমানের দর্শন লাভ করেন। ঐতিহাসিক ধ্বজা উত্তোলন অনুষ্ঠানের আগে শ্রী রাম নগরীকে সুন্দরভাবে সাজানো হয়েছে, কঠোর নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে।

You might also like!