উত্তরকাশি, ২৯ জুলাই : বিগত বেশ কিছু দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে উত্তরাখণ্ডে। বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনাও ঘটছে। এবার ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ল গঙ্গোত্রী জাতীয় সড়ক। একাধিক স্থানে ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ গঙ্গোত্রী জাতীয় সড়ক সোমবার সকালে উত্তরকাশি পুলিশের পক্ষ থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, "বিষাণপুর, নেতালা, হেলগুগড় এবং সুঙ্গারের কাছে ভূমিধস এবং ধ্বংসাবশেষের কারণে গঙ্গোত্রী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে, বিআরও যন্ত্রপাতির সাহায্যে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে।