Country

4 hours ago

Ram Nath Kovind: নাগপুরে সংঘের বিজয়াদশমী উৎসবের প্রধান অতিথি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Former President Ram Nath Kovind
Former President Ram Nath Kovind

 

নাগপুর, ২২ আগস্ট : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বার্ষিক বিজয়াদশমী উৎসবের জন্য এ বছরও একজন বিশেষ আমন্ত্রিত অতিথির নাম ঘোষণা করা হয়েছে। এবার ২ অক্টোবর মহারাষ্ট্রের নাগপুরের রেশিমবাগ ময়দানে অনুষ্ঠিতব্য সংঘের বিজয়াদশমী উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সংঘের প্রচার বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। সংঘের প্রচার বিভাগ জানিয়েছে যে, সত্যের জয় এবং শক্তির উপাসনার প্রতীক হিসেবে বিজয়াদশমী (দশেরা) উৎসব আরএসএসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, ১৯২৫ সালে এই শুভ তিথি উপলক্ষে ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটি কেবল সংঘের জন্য একটি ধর্মীয় উৎসব নয়, বরং এর প্রতিষ্ঠা দিবসও, যা প্রতি বছর অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়।

প্রচার বিভাগ জানিয়েছে যে এই অনুষ্ঠান উপলক্ষে আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত দেশ ও সমাজের সঙ্গে সম্পর্কিত সমসাময়িক বিষয়গুলিতে তাঁর বক্তব্য রাখবেন। সঙ্ঘের এই উৎসব অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন। এই অনুষ্ঠানে হাজার হাজার স্বয়ংসেবক ঐতিহ্যবাহী পোশাকে সংঘের শাখা পদ্ধতি প্রদর্শন করবেন। এর পাশাপাশি, সঙ্ঘের বিচারাধারার অনুসারী সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হবে।

এই প্রসঙ্গে সঙ্ঘের প্রচার বিভাগ জানিয়েছে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মতো একজন ‍বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি যে এই অনুষ্ঠান জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করবে। বিগত কয়েক বছরে রামনাথ কোবিন্দ হবেন দ্বিতীয় প্রাক্তন রাষ্ট্রপতি যিনি সঙ্ঘের মঞ্চে উপস্থিত হবেন। এর আগে, ২০১৮ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও সঙ্ঘের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You might also like!