Country

1 month ago

Forest fire in Jammu and Kashmir:বনাঞ্চলে আগুন বেড়েই চলেছে জম্মু ও কাশ্মীরে, নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হচ্ছে ড্রোন

Forest fire in Jammu and Kashmir
Forest fire in Jammu and Kashmir

 

জম্মু, ৩০ মে : জম্মু ও কাশ্মীরের উধমপুরের পর এবার রাজৌরি। বনাঞ্চলে আগুন লাগার ঘটনা বেড়েই চলেছে জম্মু ও কাশ্মীরে। বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ফলে বন্যপ্রাণী-সহ বনজ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা এলাকার চিংগুসে বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ব্লক অফিসার চিংগুস বন দফতর, মহম্মদ মোস্তফা চাররাক বলেছেন, "আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। বনের আগুন নিয়ন্ত্রণে রাখতে আমরা রাতে টহল দিই।" আগুন নেভাতে এখন ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে।


You might also like!