নয়াদিল্লি, ২৭ এপ্রিল : মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়েছে রাজধানী দিল্লি। জাতীয় রাজধানীর পাশাপাশি পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, ও পূর্ব রাজস্থানেও অস্বস্তিকর গরম। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এমনই গরম থাকবে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পূর্ব রাজস্থানে ২৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। একইসঙ্গে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।