Country

7 hours ago

Buddha Amarnath Yatra: বুদ্ধ অমরনাথ যাত্রার শুভ সূচনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

LG Sinha flags off holy Shri Budha Amarnath Ji Yatra from Jammu
LG Sinha flags off holy Shri Budha Amarnath Ji Yatra from Jammu

 

জম্মু, ২৮ জুলাই : শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শুভ সূচনা হয়ে গেল বুদ্ধ অমরনাথ যাত্রার। সোমবার সকালে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে বুদ্ধ অমরনাথ যাত্রার প্রথম দলটিকে পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, "বুদ্ধ অমরনাথ যাত্রার জন্য ১০০০ জনেরও বেশি তীর্থযাত্রী রওনা হয়েছেন। সারা দেশ থেকে তীর্থযাত্রীরা এখানে এসেছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত ৩.৭৭ লক্ষেরও বেশি ভক্ত অমরনাথ যাত্রা সম্পন্ন করেছেন। ভক্তদের সুবিধার্থে নিবেদিতপ্রাণ প্রচেষ্টা চালানোর জন্য আমি জম্মু ও কাশ্মীর প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।" একজন তীর্থযাত্রী বলেছেন, "আমরা সবাই বাবা বুদ্ধ অমরনাথের দর্শন করতে যাচ্ছি। তাঁর দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জলাভিষেক করব। আমরা নর্মদা নদী থেকে জল এনেছি এবং অভিষেকের সময় তা অর্পণ করব।"


You might also like!