Country

3 hours ago

Patna road accident:পাটনায় অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৭ জনের

7 killed in Patna accident
7 killed in Patna accident

 

পাটনা, ২৩ আগস্ট : পাটনার শাহজাহানপুর থানা এলাকাযর দানিয়াওয়ানে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। এ দিন সকালে হিলসা এলাকার মালামা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা অটোরিকশায় চেপে ফতুয়ায় গিয়েছিলেন গঙ্গাস্নান করতে। ফেরার সময় রাস্তায় দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশায় সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়ট্রাকের চালক পলাতক। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে

পুলিশ জানিয়েছে, হিলসার মালামা গ্রামের বাসিন্দারা একটি অটোতে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। সকালে গঙ্গায় স্নান করে সবাই অটোতে করে ফিরছিলেনশাহজাহানপুর থানা এলাকার দানিয়াওয়ানের কাছে তাঁদের অটোতে একটি ট্যাঙ্কার ট্রাক ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে অটোটি টুকরো টুকরো হয়ে যায়

You might also like!