Breaking News
 
Celina Jaitly: স্বামীর হাতে শারীরিক নিগ্রহের অভিযোগ সেলিনা জেটলির! গার্হ্যস্থ হিংসার মামলা দায়ের করে ডিভোর্সের পথে অভিনেত্রী Palash Muchhal: স্মৃতির প্রেমে যেমন, তেমনই প্রাক্তনকে প্রস্তাব! বিরভার সঙ্গে কি ছলনা? পলাশের আচরণে বিতর্ক তুঙ্গে PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

 

Country

40 minutes ago

17 Years Since 26/11: ২৬/১১ সন্ত্রাসী হামলার ১৭ বছর, মুম্বইয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Maha CM Devendra Fadnavis & Ajit Pawar Pay Floral Tributes To Martyrs
Maha CM Devendra Fadnavis & Ajit Pawar Pay Floral Tributes To Martyrs

 

মুম্বই, ২৬ নভেম্বর : আতঙ্কের স্মৃতি এখনও মুছে যায়নি মুম্বই তথা গোটা দেশবাসীর মন থেকে। ২৬/১১-র সেই স্মৃতি এখনও তরতাজা সকলের মনে। ২০০৮ সালের ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলা কেড়ে নিয়েছিল ১৬৬ জনের প্রাণ। পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। ২৬/১১ হামলায় নিহতদের বুধবার স্মরণ করল মুম্বই তথা গোটা দেশ। এদিন সকালে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, মন্ত্রী আশিস শেলার, মঙ্গল প্রভাত লোধা প্রমুখ।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবা (এলইটি)-র সন্ত্রাসবাদীরা। বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে মৃত্যু হয় ১৬৬ জনের। নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় ৯ জঙ্গির। একমাত্র জীবিত অবস্থার ধরা পড়েছিল জঙ্গি আজমল কাসভ, কাসভের ফাঁসি হয়েছে ২০১২ সালের ২১ নভেম্বর।

You might also like!