West Bengal

3 weeks ago

Mamta Banerjee Attacks Saumitra Khan: নাম না করেই সৌমিত্রকে নিশানা মমতার!

Mamta Banerjee Attacks Saumitra Khan
Mamta Banerjee Attacks Saumitra Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নাম না করে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী সমর্থনে প্রচারে গিয়ে জেলার দু'টি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেন মমতা। একইসঙ্গে মমতার মুখে এল সৌমিত্র খাঁ-এর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও।

নাম না করে বাঁকুড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমালোচনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আর একজন বিষ্ণুপুর , নাই বা বললাম, জানি না ডিভোর্স হয়ে কি না, তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, তাঁর যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে, বিজেপি কত আদর্শবান দল, যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে।'

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিষ্ণুপুর আসন থেকে লড়াই করেছিলেন সৌমিত্র খাঁ। সেই সময় অবশ্য বিষ্ণুপুরের বুকে সৌমিত্রর হয়ে প্রচার চালাতে দেখা গিয়েছিল তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। পরবর্তীতে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদও হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এবারের লোকসভা নির্বাচনে সেই সুজাতাকেই বিষ্ণুপুর আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল।

এদিকে সুজাতার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছেন সৌমিত্র খাঁ। একটি কন্যাও রয়েছে। এক্ষেত্রে কিছুদিন আগেই সৌমিত্র জানিয়েছিলেন, সুজাতা মণ্ডলের তাঁর বা়ডি থেকে চলে যাওয়ার পর বাবা-মায়ের চাপে ফের বিয়ে করেছেন তিনি। যদিও সুজাতা অবশ্য ভোটের প্রচারে বেরিয়ে প্রতিপক্ষ তথা প্রাক্তন স্বামী সৌমিত্রকে লাগাতার আক্রমণ করে চলেছেন। এক্ষেত্রে সৌমিত্র উদ্দেশে 'চরিত্রহীন' ও 'লম্পট'-এর মতো ভাষাও ব্যবহার করতে শোনা গিয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে। এখানেই শেষ নয়, সৌমিত্র খাঁর উদ্দেশে সুজাতা মণ্ডলকে প্রশ্ন তুলতেও শোনা যায়। সুজাতা প্রশ্ন তোলেন 'পাঁচ বছর আগে তো খেতে পেত না, এখন প্রচুর সম্পত্তি হয়েছে, কোথা থেকে এল এই সম্পত্তি?' এমনকী সাংসদ তহবিলের টাকা কোথায় ও কোন খাতে খরচ করা হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন সুজাতা মণ্ডল। যদিও সুজাতার এই ধরনের প্রশ্নকে বিশেষ পাত্তা দিতে নারাজ সৌমিত্র খাঁ।

রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, প্রাক্তন স্বামী-স্ত্রীর রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে বিষ্ণুপুরে, এবং সময় যত এগোবে তা আরও কড়া টক্করে পরিণত হবে।

You might also like!