দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শৈল শহর দার্জিলিঙে। দার্জিলিঙের শীতলতম দিন ছিল বুধবার। সেই সঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা অতিরিক্ত নেমে যাওয়ায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্জা ও ঘূর্ণাবর্তের জেরে বুধবার ছিল দার্জিলিং এর মরশুমের শীতলতম দিন। দার্জিলিঙে বুধবার মাইনাস ১.৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। তবে আজ তাপমাত্রা একটু বেশী রয়েছে বলেই খবর।