West Bengal

2 weeks ago

Chandrachur wants to be doctor: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাঁর

Madhyamik candidate Chandrachur wants to be doctor
Madhyamik candidate Chandrachur wants to be doctor

 

কোচবিহার, ২ মে: মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে ৬৯৩ পেয়ে প্রথম স্থানাধিকার করেছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। কৃতি সন্তানের জন্য গর্বিত তাঁর বাবা-মা। চন্দ্রচূড় জানিয়েছে, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। ‘চন্দ্রচূড় জানিয়েছে, বাঁধাধরা সময় ছিল না তাঁর পড়াশোনার। যখন ভাল লাগত তখন পড়তাম। ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে চন্দ্রচূড়। তার কথায়, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব।’’

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা ফল। প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। তাঁর স্কুলের নাম - রামভোলা হাইস্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩ (৯৯ শতাংশ)। চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন, ‘‘ছেলে ডাক্তারি নিয়ে পড়বে, তেমনই আমাদেরও ইচ্ছে।’’


You might also like!