Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Viral Optical Puzzles:দেখুন তো আপনার মগজাস্ত্র কতটা শক্তিশালী? ধাঁধাগুলোর ক’টির উত্তর দিতে পারবেন আপনি

Viral Optical Puzzles
Viral Optical Puzzles

 

আপনার জন্য ভাবনার খোরাক। দেখুন তো এই ধাঁধাগুলির ক’টির সঠিক উত্তর আপনি দিতে পারেন। উত্তর দেখে নিন, একেবারে শেষে। 


১। ভালো করে দেখে বলুন তো বাসটি কোন দিকে যাচ্ছে? অল্প সময়েই উত্তর টের পাওয়া উচিত। 

            



২। একটু খুঁঠিয়ে দেখলেই সহজেই উত্তর খুঁজে পাবেন এই প্রশ্নের। বেশি ক্ষণ লাগার কথা নয়। 


           



৩। রং দেখেই সঠিক উত্তর বোঝা উচিত। ভালো করে খুঁটিয়ে দেখুন। 


        



৪। আশপাশের সংখ্যাগুলি দেখে বলুন, গাড়িটি যে ঘরে দাঁড়িয়ে আছে, তার তলায় কোন সংখ্যা রয়েছে?


         



ধাঁধার উত্তর 

১ নম্বর ধাঁধার উত্তর: বাসটি ডানদিকে যাচ্ছে। কারণ এই ছবি বাসের দরজা দেখা যাচ্ছে না। অর্থাৎ সেটি উলটো দিকে রয়েছে। ভারতে বাসের দরজা সাধারণত বাঁদিকে থাকে। অর্থাৎ ছবির ডানদিকটি বাসটির সামনে দিক। তবে অন্য কোনও দেশের বাস হলে উত্তর জানা নেই। 

২ নম্বর ধাঁধার উত্তর: হঠাৎ করে দেখে কি মনে হচ্ছে? ৬ নম্বর গ্লাসটি আগে ভরবে? মোটেই না। অনেকগুলি পাইপেরই মুখ বন্ধ। সেগুলি লক্ষ্য করেছেন কি? সবচেয়ে আগে ভরবে ৫ নম্বর গ্লাসটি।

৩ নম্বর ধাঁধার উত্তর: সঠিক উত্তর হল C। পিরামিড তলার চারটি বাহুর রং দেখুন। তাহলেই বুঝতে পারবেন, সঠিক উত্তর কোনটি।

৪ নম্বর ধাঁধার উত্তর: আপনি আসলে সংখ্যাগুলি যেভাবে দেখছেন, সেটি উলটো। ফোনটিকে ঘুরিয়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, ইংরেজিতে ক্রমিক সংখ্যায় লেখা ঘরগুলি। 86, …, 88, 89, 90, 91। এবার বুঝতে পারছেন তো, গাড়িটি কোন ঘরে দাঁড়িয়ে? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, সঠিক উত্তর 87। 































































You might also like!