Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Unique Snake: 'বিরল প্রজাতির সাদা সাপ'-বিষ্মিত নাগরিক মহল

Unique Snake (Symbolic Picture)
Unique Snake (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের বিস্ময় এমন অনেক কিছু আছে, যা আমরা আগে কখনো দেখিনি। এমনি এক প্রজাতির সাপ সামনে এসেছে। সম্প্রতি 'ওয়ার্ল্ড অফ স্নেক’ নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। সব সাপ কিন্তু বিষাক্ত ও ভয়ঙ্কর হয় না। প্রচুর মানুষ আছেন যারা রীতিমতো সাপ পোষেন। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে। সামনে এসেছে বিরল ও বন্ধুত্বপূর্ণ একটি সাপ। ভাইরাল হওয়া ভিডিওতে একটা সাদা রঙের পাইথন সাপকে দেখা গেল যা খুবই বিরল প্রজাতির। জানা গেছে এই পাইথনটি বিশেষভাবে পাইথন। এর অভিনবত্ব হলো এর রঙে।

পাইথন সাপ মানেই ভয় পাবেন সবাই তবে এই সাদা সাপটি যেন একটু ভিন্ন ধরনের। তার সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়েছে। তার শরীরের রং যেন পুরো দুধের মতো সাদা। সাধারণত কালো ও বাদামি রঙের সাপই দেখা যায়। ভিডিওতে একটা খোলা মাঠের মধ্যে ফণা তুলে ঘুরে বেড়াচ্ছে সেই সাপ। মূলত এই ধরণের সাপ পাওয়া যায় ইউরোপের বেশ কিছু দেশে।

এই ভিডিও বর্তমানে সাড়ে লাখ লাখ বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট আছেই। ভিডিওটি দেখে কিছু মানুষের ভালো লেগেছে তারা বলেছেন ‘অসম্ভব সুন্দর’।


You might also like!