Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Viral Video: মাথায় আস্ত একখানা মৌচাকের টুপি! যুবকের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

A full beehive hat on the head of an young guy!
A full beehive hat on the head of an young guy!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মৌমাছির বাসাই নিজের মাথায় পড়ে দিব্যি ঘুরছেন এক যুবক। তাঁর ওই কাণ্ড দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। সম্প্রতি এক ভিডিয়োতে এক যুবকের মাথায় দেখা যায় বিশালাকার মৌচাক। শুনেই আপনার গা ঘিন ঘিন করলেও যুবককে কিন্তু দিব্যি মৌচাক মাথায় নিয়েই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের চুলে রয়েছে বিশালাকার মৌচাক। অজস্র মৌমাছি মাথায় নিয়ে কেউ যে এত সাবলীলভাবে ঘুরে বেড়াতে পারে তা দেখেই চমকে উঠেছেন সকলে।

উল্লেখিত ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে, ওই যুবকের চুলের আদলে বাসা বেঁধেছে মৌমাছিরা। মুখের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। এদিকে কোনও ভ্রূক্ষেপই নেই যুবকের। প্রথমে এক জায়গায় দাঁড়িয়ে তাঁকে ফোনে কথা বলতে দেখা যায়। তারপর হেঁটে একটি বাড়ির দিকে চলে যান তিনি।

You might also like!