Livelihood message

8 months ago

Job News: গবেষণা নিয়ে ভাবছেন? বড় সুযোগ নিয়ে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! বিশদে জানুন

Vidyasagar University (File Picture)
Vidyasagar University (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বোটানি কিংবা প্ল্যান্ট সাইন্স নিয়ে উচ্চ শিক্ষা করেছেন যারা তাঁদের জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সাক্ষাৎকারের মাধ্যমেই নিয়োগ করা হবে এই পদে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মোটা অংকের বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করতে চলেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

উল্লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে একটি পদের জন্য নেওয়া হবে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে বিশেষ প্রকল্পে কাজ করতে হবে। প্রতিষ্ঠানে বোটানি অ্যান্ড ফরেস্ট্রি বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৪৭ হাজার টাকা করে দেওয়া হবে। এই বিশেষ পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি বা প্ল্যান্ট সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশপাশি, সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে অথবা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক এর কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ ।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলীজানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখা যেতে পারে।


You might also like!