Livelihood message

6 months ago

IIT Delhi Recruitment 2024: একাধিক পদে নিয়োগ করবে IIT দিল্লি, উচ্চমাধ্যমিক পাস করলেই আবেদনের সুযোগ

IIT Delhi Recruitment
IIT Delhi Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রজেক্ট অ্য়াসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে আই আই টি দিল্লি। জেনে নিন ওই পদে আবেদন করবেন কীভাবে?

পদের নাম-

প্রজেক্ট অ্য়াসিস্ট্যান্ট এবং প্রজেক্ট কনসালটেন্ট

শূন্যপদ-

৫১টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

আবেদন কীভাবে?

অনলাইন এবং অফলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। ird.iitd.ac.in-এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

উচ্চমাধ্য়মিক থেকে শুরু করে স্নাতকরা ওই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ দিন-

ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে। ২০ মে ২০২৪-এর মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।

বেতন-

উত্তীর্ণদের বেতন ৩৪ হাজার টাকা থেকে ১ লাখ ৬হাজার মধ্যে হবে।

You might also like!