kolkata

5 hours ago

Bikash Bhawan Protest: রাতভর অবস্থান চাকরিহারাদের, বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা

Protest in front of Bikash Bhavan all night
Protest in front of Bikash Bhavan all night

 

কলকাতা, ১৬ মে : রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ-অবস্থান করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তুলবেন না বলেই জানিয়েছেন তাঁরা। শুক্রবার সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়। বিকাশ ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে চাকরিহারাদের একাংশ। আন্দোলনকারীরা রাতে বিকাশ ভবনের অদূরে ব্যারিকেড করে অবস্থান শুরু করেন। তবে রাত বাড়তেই নাকি বেশ কয়েকটি বাইক তাঁদের অবস্থান মঞ্চের পাশ দিয়ে যাতায়াত করে বলে দাবি বিক্ষোভকারীদের। তাঁদের অভিযোগ, বিকাশ ভবনের সামনে রাতে বাইক বাহিনী দাপট দেখায়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে কমিশনকে। অভিযোগ, এর ফলে অনেক ‘যোগ্য’ শিক্ষক এবং শিক্ষাকর্মীরও চাকরি গিয়েছে। তাঁরাই আন্দোলনে নেমেছেন।আন্দোলনকারীরা যাতে বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করতে না পারেন, সেই কারণে মূল গেট-সহ বিভিন্ন জায়গায় নতুন করে ব্যারিকেড করল পুলিশ। বিকাশ ভবনের কর্মীদের যাতে ঢুকতে বা বার হতে অসুবিধা না হয়, তারও ব্যবস্থা করছে তারা।

You might also like!