kolkata

1 year ago

Sukanta Majumdar : মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের ঘাটতি নিয়ে অভিযোগ সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি নিয়ে তৈরি হয় জটিলতা। বুধবার বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের আউটডোর রোগীদের কোনও টিকিট দেওয়া হবে না। এই বিভাগে নিযুক্ত ডাক্তারকে এসএসকেএম হাসপাতালে বদলি করা হয়েছে রোগীদের স্থির রেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্যমন্ত্রী। লজ্জা!”

এ দিন অবশ্য জটিলতা কাটাতে উদ্যোগ নেয় স্বাস্থ্য দফতর। দুপুরেই সেই নির্দেশ জারি করা হয়। এসএসকেএম হাসপাতাল এবং এনআরএস মেডিক্যাল কলেজ থেকে দুজন বিশেষজ্ঞকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগে যোগ দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বলে, চিকিৎসকরা এলেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে জানানো হয়, কলকাতা মেডিক্যাল কলেজে নেফ্রোলজি বিভাগের আউটডোরে টিকিট কাটা হবে না। তা নিয়েই তৈরি হয় জটিলতা। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের তরফে মেডিসিন বিভাগের ৪ জন চিকিৎসকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাঠানো হয়। এর পর নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। কর্তৃপক্ষের আশা, দুই চিকিৎসক যোগ দিলেই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।


You might also like!