kolkata

1 month ago

Tathagata Roy: “ভারতের যথাস্থানে আঘাত, পাকিস্তানের নাভিশ্বাস উঠে গেছে”, দাবি তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৫ মে : “জিহাদ-টিহাদ, আল্লাহু আকবর, ঘজয়া-এ-হিন্দ, এসব ঠিকই চলছিল। কিন্তু ইতিমধ্যে ভারত যথাস্থানে যে আঘাত করেছে তাতে পাকিস্তানের নাভিশ্বাস উঠে গেছে। সেই যথাস্থানের নাম জল। অথবা পানি।” বৃহস্পতিবার এক্সবার্তায় এরকম লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “পাকিস্তানের জলসচিব সৈয়দ আলী মুর্তজা ভারতের জলসচিব দেবশ্রী মুখোপাধ্যায়কে একটি চিঠি লিখেছে। তাতে কেউঁ মেউ করে বলেছে, এটা একেবারেই ঠিক হচ্ছে না, একতরফা সিদ্ধান্ত, পাকিস্তানের মানুষের উপর, অর্থনীতির উপর আঘাত, ইত্যাদি।”


You might also like!