kolkata

3 days ago

SSC Case: ওএমআর শিট আপলোডের নির্দেশ নিয়ে প্রশ্ন হাইকোর্টের

SSC Case (Symbolic picture)
SSC Case (Symbolic picture)

 

কলকাতা, ২১ এপ্রিল : এসএসসি-র ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, হাইকোর্টের নির্দেশ কি পালন হয়েছে? কী পদক্ষেপ কমিশনের?' সোমবার তা জানতে চাইল আদালত। 'নিয়োগের চারটি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য? সেটিও এ দিন জানতে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক সিবিআই-কে প্রশ্ন করেন, তদন্ত কোন পর্যায়ে রয়েছে? জবাবে সিবিআই জানায়, তদন্ত শেষ, ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশ হবে। বুধবার ফের শুনানি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগ এনে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলায় এই নির্দেশ দেওয়া হয়।


You might also like!